× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাইয়ে বর্ণাঢ্য নৌ-র‍্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৭:৪৬ পিএম

কাপ্তাইয়ে বর্ণাঢ্য নৌ-র‍্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ-র‍্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকালে কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এ সময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনিতে কর্ণফুলী নদীর দুইপাশ মুখরিত হয়ে ওঠে।

কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে গিয়ে দেখা গেছে, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমাগুলো সজ্জিত করে নৌ-র‍্যালিতে অংশ নিয়েছে। চারদিকে একটি উৎসবের আমেজ সৃষ্টি হয়। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসব দেখতে নদীর পাড়ে সামিল হয়েছে।

এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে চন্দ্রঘোনা ফেরিতে কাপ্তাই পূজা উদযাপন কমিটির আয়োজনে এক আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, কর্ণফুলী নদীতে বিজয়া দশমীর নান্দনিক এই আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপে সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে দূর্গাপুজা সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাইয়ের সাবেক ইউএনও ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নাসরীন সুলতানা, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন,  কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহামেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। পরে ফেরিতে সুসজ্জিত মঞ্চে কাপ্তাইয়ের টিভি ও বেতার শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা