× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৮

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৭:১৩ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৭:৪২ পিএম

শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৮

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্প খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়া আশুলিয়ায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার (১২ অক্টোবর) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পোশাক কারখানায় অসন্তোষের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের মৃত কামরুল মিয়ার ছেলে মো. রাফিজুল মিয়া (২২), যশোর জেলার ঝিকরগাছা থানার বারবাতপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (২০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার টিয়াখালী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. জনি হাওলাদার (২২), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার হাবিবুর রহমানের ছেলে মো. ওয়াসিম হোসেন (২৫), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার শ্যামনগর গ্রামের খলিল মন্ডলের ছেলে মো. লিমন মন্ডল (২০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও খন্দকার পাড়া গ্রামের মো. আজহার আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার জাপরা গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে নাজমুল হুদা ওরফে আলাল (২৪), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মনোয়ার হোসেন (২৫), পটুয়াখালী জেলার সদর থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মুখার ছেলে মো. রাকিব হাসান মুক্তা (৩৩), একই জেলার মির্জাগঞ্জ থানার পিপড়াখালী গ্রামের মো. বছির হাওলাদারের ছেলে মো. আসিফ হাওলাদার (২১), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার জিনজিরা রসুলপুর গ্রামের মৃত দানেছ আলী শেখের ছেলে মো. আব্দুস সালাম (২৯), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বারইটেপরি গ্রামের আদম মন্ডলের ছেলে মঞ্জুর হোসেন (২২), বরগুনা জেলার সদর থানার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে মো. রাকিব হোসেন (২৮), চাঁদপুর জেলার সদর থানার ধন গ্রন্দি গ্রামের আব্দুস শুকুরের ছেলে আব্দুর রহমান (৩৫), পটুয়াখালী জেলার সদর থানার ঠেঙ্গাই গ্রামের রুবেল তালুকদারের ছেলে আজমী তালুকদার (১৯) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার সেওতা গ্রামের মৃত ফজলে আলী খানের ছেলে মো. হানিফ খান (৪৫)। গ্রেপ্তারকৃত ১৬ জন আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় ভাড়া থাকতেন।

এ ছাড়া আশুলিয়ায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার গোপীনাথপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে মো. নয়ন হোসেন (২২) এবং একই এলাকার মো. কুতুব উদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ গল্প (১৮)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার ১৮ জন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ও বাকি দুজনকে পূজামণ্ডপে গন্ডগোলের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গার্মেন্টস কারখানায় অস্থিরতার  অভিযোগে আসামিদের সাত  দিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিল্প খাতে অস্থিরতা সৃষ্টিকারী অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা