× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়িয়ায় কৃষক দলের কেন্দ্রীয় নেতার গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলা

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৬:২৫ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল মাহমুদের গাড়ি বহরে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে নড়িয়া উপজেলার মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। 

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফয়সাল মাহমুদ গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়। রাত ১০টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে। পরে রাত ১২টার দিকে নড়িয়া উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার পর একদল মুখোশধারী কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলি শুরু করে। গাড়ি বহরে থাকা ৬ জন আহত হয়েছে। এ সময় নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাড়ি বহরে থাকা ফকর উদ্দিন, মানিক মিয়া জানান, আমরা ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে নড়িয়া মাজেদা শওকত আলী হাসপাতাল অতিক্রম করার সময় একদল হামলাকারী আমাদের ওপর হামলা করে। এ সময় তারা ব্যাপক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে আমাদের বহরে থাকা ৬ জন আহত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল মাহমুদ বলেন, ‘দুর্বত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করব।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা মেসেজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেলে মোড়ানো লাল কস্টেপ উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা