ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৬:১৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৭:৪৫ পিএম
তীরে ভেড়ানো রয়েছে জেলেদের নৌকা। প্রবা ফটো
সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে রবিবার (৩ নভেম্বর) পর্যন্ত। এই ২২ দিন দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার পর জেলে শূন্য রয়েছে ভোলার প্রধান ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। সরেজমিনে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতভাগ জেলে ও মাছ ধরা ট্রলার নদী তীরে অবস্থান করছে।
ভোর থেকেই নদীতে মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো জেলে আটক হয়নি।
ভোলার সাত উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার। এ বছর সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হবে ১ লাখ ৪০ হাজার ৯০০ জন নিবন্ধিত কার্ডধারী জেলেকে।
ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর জেলে মো. সালাউদ্দিন মাঝি, হাবিব মাঝি ও আব্দুর রহমান মাঝি জানান, তারা সরকারি নিষেধাজ্ঞা মেনে নদী থেকে শুক্রবারই ট্রলার, নৌকা ও জালসহ সব উপকরণ র্তীরে নিয়ে আসছেন। নিষেধাজ্ঞা শেষে আবারও যাবেন নদীতে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে তারা ইতোমধ্যেই নিয়মিত অভিযান পরিচালনা শুরু করেছেন। আর আগে তারা জেলে ও মৎস্য ঘাট, আড়তগুলোতে লিফলেট বিতরণ এবং মাইকিং করেছেন। তবে নিষেধাজ্ঞার সময় কঠোরভাবে পরিচালনা করবে বলে দাবি করেন তিনি।