সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২২:৪৯ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২২:৫০ পিএম
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এর নাম দেওয়া হয়েছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতোমধ্যে সেসব নাম পরিবর্তনে আমরা উদ্যোগ নিয়েছি।
সরকারের অবকাঠামো উন্নয়ন কোনো রাজনৈতিক ব্যক্তির নামে হবে না। আমাদের যারা জাতীয় বীর এবং যেসব শহীদ রয়েছেন, তাদের নামে এগুলোর নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ করা হবে।
শনিবার (১২ অক্টোবর) দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মিনি স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদন জানান।
পরে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেন। এর আগে এই মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার সোনার মুকুট চুরি হয়ে গেছে। এ নিয়ে মন্দিরের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফের চলে আসার পর।