× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর ফেসবুক লাইভে দোয়া চাইলেন ইউপি চেয়ারম্যান

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২০:৫৭ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২১:০৯ পিএম

গ্রেফতারকৃত আতাউর রহমান।

গ্রেফতারকৃত আতাউর রহমান।

মৌলভীবাজারে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলার কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউর রহমান (৪৬)। আটক থাকাবস্থায় ফেসবুক লাইভে নিজের ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

গত শুক্রবার রাত দেড়টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির একটি দল শহরের রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার আসামি। গ্রেপ্তারের পর শনিবার (১২ অক্টোবর) সকালে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। 

গ্রেপ্তারের প্রায় ১০ ঘণ্টা পর শনিবার দুপুর ১২টার দিকে আতাউর রহমান ফেসবুক লাইভে আসেন। নিজের আইডি থেকে ফেসবুক লাইভে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ৭ নম্বর কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়া চান। কিছুক্ষণ পরই ওই লাইভটি তার টাইমলাইনে আর পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত আসামির লাইভে এসে ইউনিয়নবাসীর দোয়া চাওয়ার ঘটনা নিয়ে জেলার সর্বত্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি নিয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান। র‌্যাব তাকে শ্রীমঙ্গল শহর থেকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে। সকাল থেকে জরুরি কাজে আমি বাইরে রয়েছি। গ্রেপ্তারকৃত আসামির লাইভের বিষয়টি আমার জানা নেই। এ রকম ঘটনা ঘটে থাকলে লাইভের লিংক দেখে ব্যবস্থা নেব।’ 

র‌্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানকে শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার সকালে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

আতাউর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামের মৃত মো. আব্দুল মছব্বির মিয়ার ছেলে এবং মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। তার দলীয় কোনো পদ বা পদবি না থাকলেও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। 

গত ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের তারাপাশা বাজারের গুদামে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি জব্দ করে রাজনগর থানা পুলিশ। এ ঘটনায়ও তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা