প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২০:৪৫ পিএম
দেশের তিন জেলায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার (১২ অক্টোবর) দুপুর পর্যন্ত বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর…
ভোলা : ভোলা সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলোÑ হুজাইফা আক্তার ও সাইফুল আহমেদ। হুজাইফা উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নূরনবী মিয়ার ছেলে।
সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় হুজাইফা। খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সকাল ১০টার দিকে সাইফুল পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা (চরফ্যাশন) : চরফ্যাশনে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার মৃধা বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- ইউসুফের ছেলে জুবায়েদ ও সুমনের ছেলে আরিয়ান। সম্পর্কে তারা খালাতো ভাই। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের বরাতে তিনি জানান, আরিয়ান ওমরপুরে খালার বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১টার দিকে খালাতো ভাই জুবায়েদের সঙ্গে বাড়ির পাশে মৃধা বাড়ির পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুরা হলোÑ উপজেলার আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ ও হুমায়ুনের ছেলে হুজাইফা। বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে বের হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় নানা বাড়িতে বেড়াতে এসে সাব্দুল্লাহ নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাব্দুল্লাহ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকার মো. জিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে সাব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে কালুখালী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ধরনের কোনো খবর পাইনি। হাবাসপুরের বিট অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে দেখছি।