× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় মানুষের ঢল

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২০:৪০ পিএম

পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় মানুষের ঢল

কক্সবাজারের পেকুয়ায় অপহরণের পর হত্যা সেই প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে শোকার্ত হাজার হাজার মানুষের ঢল নামে।

জানাজায় ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ, পরিবারের পক্ষে আরিফের ছোট ভাই রিয়াদ ইসলাম, নিহত আরিফের চাচা নুরুল হুদা, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা  এ এইচ এম বদিউল আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন, পেকুয়ার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী পেকুয়া উপজেলার  সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মুজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাওলানা হাসান রাব্বানী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইবরাহিম, শিলখালী আইডিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মাসুদ, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুসহ আরও অনেকে।

বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুনি যেই হোক তাকে তদন্ত করে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যারা অন্যায় করবে তারা কখনও রেহায় পাবে না এবং কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো নিরীহ মানুষ যেন মামলা অন্তর্ভুক্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে।’

এসময় অন্যান্য বক্তারা বলেন, কালক্ষেপণ না করে যারা আরিফের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করার ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন।

গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পেকুয়া সদরের ফায়ার সার্ভিসের সামনে থেকে অপহরণ হয় শিক্ষক আরিফকে। গতকাল শুক্রবার টানা ১৪ দিন পর নিহত আরিফের নিজ পরিত্যক্ত পুকুর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

নিহতের জানাজা ইমামতি করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম। নিহত আরিফকে মাতব্বর পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা