মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২০:৪৬ পিএম
স্বজনদের আহজারি। প্রবা ফটো
P3-9
(12-10-24)
মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে স্কুলশিক্ষক বোন ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। নিহতরা হলেন, উপজেলার শানঘাট গ্রামের জাহিদুর হোসেনের স্ত্রী স্কুলশিক্ষিকা জাকিয়া ওরফে ইলমা ও তার ভাবি জোসনা খাতুন। জোসনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বোয়ালমারী গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী। তিন সন্তানের জননী তিনি। গতকাল দুপুরের দিকে শানঘাট গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির ছেলে ওহিদুল ইসলাম মহিবুলের সঙ্গে তার মেজো ভাই জাহিদুর রহমান ও বোন জোসনা খাতুনের জমি নিয়ে বিবাদ চলছে। এ নিয়ে মামলাও চলছে। সকালের দিকে বিবাদমান জমির পুকুরে জাহিদুর, তার স্ত্রী ইলমা ও বোন জোসনা পোনা মাছ ছাড়ছিলেন। এ সময় ওহিদুল ধারালো অস্ত্র দিয়ে ইলমা ও জোসনাকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করেন। এ ছাড়া জাহিদুর ও শামীমা নামে আরও একজনকে কুপিয়ে আহত করেন ওহিদুল। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডের দুই
ঘণ্টা পর ওহিদুল ইসলাম মহিবুলকে আটক করেছে পুলিশ। মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে
আটক করা হয়।
গাংনী থানার ওসি
তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর ওহিদুল মেহেরপুর শহরের একটি বাড়িতে আত্মগোপনের
চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে
ভর্তি করিয়েছে। হত্যাকাণ্ডের সময় প্রতিপক্ষের প্রতিরোধের মুখে ওহিদুল কিছুটা আহত হয়েছেন।
পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।