ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৮:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৮:৫৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ অক্টোবর) ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২ সদর কোম্পানী বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে জাফর আহম্মদ নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় করা মামলার আসামি হাজী মো. রহিম উল্লাহ। এছাড়া টমটম চালক হত্যা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত ৫ সেপ্টেম্বর নিহত টমটম চালক জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তারের খবর শুনেছি। তবে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।’
রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।