× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে বাড়ির সামনে সাংবাদিককে কুপিয়ে হত্যা, যুবক আটক

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৭:৩২ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৮:১৭ পিএম

নিহত স্বপন কুমার ভদ্র। ছবি : সংগৃহীত

নিহত স্বপন কুমার ভদ্র। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় নিজ বাসার সামনে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সাগর মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক স্বপনকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত স্বপন কুমার ভদ্র (৬৫) তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। স্বপন কুমার ভদ্রের দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে রনি ভদ্র সেনাবাহিনীতে কর্মরত। আটক সাগর মিয়া একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে নিজ বাড়ির সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন ভদ্র। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। হামলায় স্বপনের হাতে কোপ দিলে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্বপনের ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায় সাগর। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মানিক সরকার বলেন, ‘কয়েক দিন আগে এলাকায় মাদকের উৎপাত নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন স্বপন ভদ্র। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাগর মিয়াকে আটক করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, সাংবাদিক স্বপন ভদ্র রঘুরামপুর এলাকায় মাদকের প্রাদুর্ভাব নিয়ে লেখালেখি করেন। এ কারণে সাগর তার প্রতি ক্ষুব্ধ হয় এবং বছরখানেক আগে সাংবাদিক স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। সাগর মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত এবং মাদকাসক্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হত্যার দায় স্বীকার করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা