কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৮:২০ পিএম
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ে ৬০ কেজি ওজনের বিশাল এক পাখি মাছ। প্রবা ফটো
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশাল এক পাখি মাছ। শনিবার (১২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা।
খোঁজ নিয়ে জানা যায়, এমবি রফিকুল ইসলাম নামের একটি মাছ ধরা ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম। মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিসের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।
মেসার্স আব্দুল্লাহ ফিসের স্বত্বাধিকারী ইউসুফ হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন পরে একটি পাখি মাছ আমার গদিতে এসেছে। এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ে। আগে আরও বেশি ধরা পড়ত। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে এর চাহিদা বেশি।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে।’