শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৬:৫৪ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকার কাঁচাবাজার। প্রবা ফটো
মাগুরার শ্রীপুরে হঠাৎ প্রভাব পড়েছে নিত্যপণ্যের কাঁচা বাজারে। সবকিছুর দাম ঊর্ধ্বগতির জন্য মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। অন্যদিকে বিক্রেতাদের আক্ষেপ আগের মতো বিক্রি নেই। অনেকে বাজারে এলেও বাজার না করেই বাড়ি ফিরছেন অথবা অনেকে বাধ্য হয়েই বেশি দামে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন।
গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের কেজি যেখানে গত দুই সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১২০ টাকা, সেখানে এখন কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি আলু ৬০ টাকা, পটোল ৮০, কচুরমুখি ৮০, করলা ৮০, ঢেঁড়স ৮০, বেগুন ১২০, মিষ্টিকুমড়া ৮০ টাকা আর মাঝারি লাউ প্রতি পিস ১০০ টাকা, ফুলকপি প্রতি কেজি ১২০ ও বাঁধাকপি প্রতি কেজি ১২০, পেঁয়াজ ১২০, শসা ৮০, প্রতি কেজি মুলা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খামারপাড়া বাজারের ব্যবসায়ী ফিরোজ মোল্যা বলেন, প্রচুর বৃষ্টি ও পাইকারি দাম বৃদ্ধির কারণে প্রতিদিনই কাঁচা মরিচ ও সবজির দাম বাড়ছে। এ ছাড়া পরিবহন খরচও বেড়ে যাওয়ায় নিরুপায় হয়েই দাম বাড়ানো হয়।
ডিমের দাম বাড়ার বিষয়ে কাজলি বাজারের মুদি ব্যবসায়ী সেলিম মোল্লা বলেন, পাইকারি বাজারে ডিমের দাম বেশি তাই স্বাভাবিকভাবেই খুচরা বাজারেও দাম বেশি।
ক্রেতারা বলছেন বাজারে সবকিছুর দাম বাড়লেও আমাদের উপার্জন বাড়েনি। আমরা সাধারণ মানুষগুলো আছি মহাবিপদে। বাজার মনিটরিং না থাকায় হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম।