× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৫:৪৯ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৬:৫০ পিএম

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা দুজনই কলেজছাত্রী। শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতের পর ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস ও ডিগ্রী পড়ুয়া রত্না সাহা। পূজা মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে ও রত্না ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই দুই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অ্যালকোহল পানে সাধারণত কেউ মারা যায় না। তবে, হয়তো বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা কয়েকদিন আগেও অভিযান চালিয়ে এরকম ভেজাল অ্যালকোহল জব্দ করেছি। গ্রেফতার করেছিলাম একটি চক্রকে।

নিহত রত্না সাহার বাবা রতন কুমার সাহা বলেন, ‘আমার মেয়ে রাজেন্দ্র কলেজের ছাত্রী। বিয়ে হয়েছিল। চার মাস আগে তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। ফরিদপুরে হোস্টেলে থাকত। খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পেরেছি মদ জাতীয় কিছু খেয়েছিল। শনিবার ভোরের দিকে সে মারা যায়।’

ওসি আসাদ উজ্জামান বলেন, ‘সকালে ফরিদপুর মেডিক্যাল হসপিটাল থেকে জানানো হয় দুই নারীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হন। তারপরে রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের খালা বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হসপিটালে পরে ফরিদপুর মেডিক্যাল হসপিটালে ভর্তি করেন। সেখানে দুইজনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা