চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৪:৩২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৫:৩৩ পিএম
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর উপজেলার আঠারখাদা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো-উপজেলার বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ ও একই গ্রামের হুমায়ুনের ছেলে হুজাইফা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার জুমার পর দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে বের হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে দুই পরিবারের লোকজন । রাত সাড়ে ১০টার দিকে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাথাভাঙ্গা নদীতে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুর মরদেহ পাওয়া যায় ।
ধারণা করা হচ্ছে, এক শিশু পানিতে পড়ে গেলে অপর শিশু উদ্ধার করতে সেও পানিতে নামে। এতে দুজনই ডুবে মারা যায়।
ওসি শেখ গণি মিয়া বলেন, ‘আঠারখাদা গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ মাথাভাঙা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।’