ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৩:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৪:০০ পিএম
প্রতীকী ছবি
ভোলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ফরাজীবাড়ি ও ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ইলিশা ইউনিয়নের ফরাজীবাড়ির মো. শেখ ফরিদের মেয়ে জাইফা এবং ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নূরন্নবীর ছেলে সাইফুল ইসলাম।
মৃতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাইফার মা মাহমুদা বেগম ঘরে কাজ করছিলন। ওই সময় তার অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় জাইফা। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকাল ১০টার দিকে সাইফুল তার মা ও পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।