× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিন্দুকে বৃদ্ধার মরদেহ, আটক ছেলের বউ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২২:০৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২২:২১ পিএম

সিন্দুকে বৃদ্ধার মরদেহ, আটক ছেলের বউ

মানিকগঞ্জের সিঙ্গাইরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূ রুনা বেগমের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় ছেলের বউ রুনা ও ছেলের শাশুড়িকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রবিবার (৬ অক্টোবর) রাতে সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার নিজ বাড়ির শয়নকক্ষের সিন্দুকের ভেতর থেকে নিহত হায়াতুন নেছার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হায়াতুন নেছা সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তার ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে বসবাস করতেন। মাঝেমধ্যেই ছেলের বউ শাশুড়িকে না জানিয়ে বাইরে ঘুরতে বের হতেন। এ নিয়ে গত ৫ অক্টোবর সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে সিন্দুকের ভেতরে মরদেহ লুকিয়ে রাখেন। পরদিন সকালে রুনা বাড়ি থেকে তার নানির বাড়ি চলে যান। এদিকে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে স্বজনরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকে।

অপরদিকে গত রবিবার সন্ধ্যায় রুনা তার মাকে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হলে আত্মীয়স্বজনদের জিজ্ঞাসার একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে জানান। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ সিন্দুকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ছেলের বউ রুনা ও তার মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হায়াতুন নেছাকে হত্যা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা