হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৫০ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৫৭ পিএম
নেত্রকোণার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে জমির উদ্দিন নামে একজনের নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত রবিবার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেপসিয়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে জুয়েল মিয়া প্রায়ই তার বাবাকে চাপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। গত রবিবার সন্ধ্যায় টাকার জন্য চাপ দিলে জমির উদ্দিন দিতে অপারগতা প্রকাশ করেন। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ির পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে জুয়েলকেও আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা করেন।