× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীবর দান আয়োজনে জেলা প্রশাসনের অনুরোধ, সময় নিলেন ভিক্ষুরা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৪৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম

চীবর দান আয়োজনে জেলা প্রশাসনের  অনুরোধ, সময় নিলেন ভিক্ষুরা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উদযাপন আয়োজনের অনুরোধ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই অনুরোধ জানানো হয়। তবে সিদ্ধান্তের জন্য সময় চেয়েছেন বৌদ্ধ নেতারা। 

এর আগে গত রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ বছর কঠিন চীবর দান উদযাপন না করার ঘোষণা দেয় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। এর পরিপ্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ডাকে প্রশাসন। এ সময় জেলা প্রশাসক রাঙামাটিতে চীবর দান আয়োজনের অনুরোধ জানালে নেতারা বলেন, ভিক্ষুদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে চীবর দানের আয়োজন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সহসভাপতি নিরূপা দেওয়ান, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র দেওয়ান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মাতব্বর, জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুল আলিম প্রমুখ। জেলা প্রশাসক নেতাদের আশ্বস্ত করে বলেন, কঠিন চীবর দান উদযাপনে রাঙামাটিতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। নির্বিঘ্নে কঠিন চীবর দান পালন করতে পারবেন তারা। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার বলয় আগের চেয়ে বাড়ানো হবে। 

সভায় রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা আরও আধুনিকভাবে নিরাপত্তা ব্যবস্থাকে সাজাব। রাঙামাটিতে নিরাপত্তা নিয়ে নিশ্চিতভাবে বলতে পারিÑ এখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই।

এর আগে, দুপুর ১২টার দিকে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা