× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তানসহ আটক ৪

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২২:০৩ পিএম

ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তানসহ আটক ৪

ফেনীর ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে মো. ইলিয়াছ নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, পুত্রবধূ ও দুই ছেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পূর্বপাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আটকরা হলেনÑ নিহতের দুই পুত্র শাহপরান আশিক ও সাখাওয়াত হোসেন রাকিব, স্ত্রী কহিনুর বেগম, পুত্রবধূ কামরুন নাহার পান্না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছ মাদকসেবন করে ঘরে এসে প্রায় সময় স্ত্রী ও ছেলেদের সঙ্গে বিশৃঙ্খলা করত। ওই রাতেও নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে স্ত্রী কহিনুরকে মারধর করে। এ নিয়ে ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ইলিয়াছকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, রাত ২টার দিকে মারধর করে ছেলেরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথে মৃত্যু হলে রাতেই ভাইকে তারা বাড়িতে নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি পুলিশকে জানালে সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বুক, পিঠ ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা