× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়’ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২২:০৫ পিএম

‘পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়’ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

‘এবারের পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়। নতুন বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই এক পরিবারের মানুষ। কে হিন্দু কে বৌদ্ধ- এটা নিয়ে এখানে কোনো বৈষম্য হবে না।’ 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

উপদেষ্টা বলেন, পুলিশ দিয়ে, আনসার দিয়ে, পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করবÑ এটা হয় না। সামাজিকভাবেই আমাদের এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন আমরা সবাই আনন্দটা করতে পরি। সবাই যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো একটা পূজা করতে পারব। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। সাধারণ দিনমজুরের ১৪-১৫ বছরের ছেলেও আবু সাঈদের ভিডিও দেখে রাস্তায় নেমে যায়। 

আন্দোলনে শহীদের সংখ্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা এখন পর্যন্ত যে তালিকা করেছি তাতে ৮০০ থেকে ৯০০ জন বলা হচ্ছে। কিন্তু অন্যান্য হিসাবে দেখা যায়, এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে, যার অধিকাংশই তরুণ। 

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, র‌্যাব-১৪-এর স্কোয়াড কমান্ডার সহাকারী পুলিশ সুপার আব্দুল বাছেদ, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা