কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২০:১৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২০:৫৮ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণ ও বাস্তবায়নের দাবিতে, গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। পরে দাবি আদায় প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।
সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।
উপজেলার ১৪টি ইউনিয়নের ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন সহকারী শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। এ সময়ে শিক্ষকদের দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন মো. জিয়াউর রহমান জিহাদ, মো. মনিরুল হক, মো. নাসিবুর রহমান মোল্যা, সৈয়দ মনিরুল হাসান, মো. ইব্রাহিম মুন্সী, মো. ওবায়দুর রহমান, মো. বাহাউদ্দিন মৃধা, এলিদা পারভিন, মো. রুবেল হোসেন, সপ্তা ভট্টাচার্য ও পলাশ বিশ্বাস।