কালিদাস রায়, নাটোর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২০:২২ পিএম
‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের এই শাশ্বত পঙ্ক্তি ফুটে উঠেছে নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের গড়া দুর্গা প্রতিমায়। কারণ ধান দিয়ে তিনি তৈরি করেছেন প্রতিমার গোটা অবয়ব। কাদা-মাটি দিয়ে সাধারণত প্রতিমা তৈরি হয়ে থাকে। কিন্তু নাটোরের এ ব্যতিক্রমী দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০ কেজি ধান।
ধান গ্রামবাংলার মানুষের সমৃদ্ধি ও ঐশ্বর্যের স্মারক। শিল্পী বিশ্বজিৎ পাল একটি একটি করে ধান সুনিপুণভাবে সাজিয়ে প্রতিমাকে সুন্দর করে তুলেছেন। প্রতিমাকে ভিন্ন আদলে তুলে ধরার প্রয়াসে ধানের ব্যবহার। দুর্গার মুখাবয়ব থেকে বের হচ্ছে যেন সোনালি আভা।
নাটোর শহরের রবি সুতম সংঘের জন্য প্রতিমাটি তৈরি করেছেন নাটোর শহরের লালবাজার এলাকার প্রতিমা শিল্পী স্বর্গীয় নিমাই চন্দ্র পালের ছেলে বিশ্বজিৎ পাল। স্ত্রী ও সন্তানদের পাশাপাশি তার কাকা গোপাল চন্দ্র পাল ধান দিয়ে গড়া প্রতিমাটি তৈরিতে সহায়তা করেছেন।
বিশ্বজিৎ পাল বলেন, সবাই তো নতুনত্ব চায়। নতুন কিছু করার বাসনা থেকেই এ বছর ৫০ কেজি ধান দিয়ে ১১ ফুট উচ্চতার দুর্গা দেবীর প্রতিমা বানিয়েছি, যা গড়তে দেড় মাসের মতো সময় লেগেছে। সহযোগিতা পেলে আগামী বছর নতুনত্ব নিয়ে আরও বড় পরিসরে প্রতিমা তৈরির ইচ্ছা রয়েছে। আশা করছি, ধান দিয়ে দুর্গা দেবীর প্রতিমা সবার ভালো লাগবে।
রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, আমরা প্রতি বছরই নতুন ভাবনায় দুর্গা প্রতিমা তৈরির চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এ বছরে ধান দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা গ্রহণ করি। ধান দিয়ে প্রতিমা নির্মাণ করাটা সহজ কাজ নয়। আমরা প্রতিমা শিল্পি বিশ্বজিৎ পালের সঙ্গে আলোচনা করলে তিনি এই প্রতিমা তৈরি করে দিতে সম্মতি দেন।
বগুড়া থেকে প্রতিমা দেখতে আসা অজিত কর্মকার নামে এক ব্যবসায়ী বলেন, ধানে গড়া প্রতিমা দেখে আমি মোহিত। শিল্পি বিশ্বজিৎ পালের ধানে গড়া দুর্গা প্রতিমা দেখে মনে হচ্ছে সোনার আলোয় বানানো এক চিরায়ত বাংলার মুখ। এবারের পুজোতে ধানে গড়া এই দুর্গা প্রতিমা সাড়া ফেলবে।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান বলেন, এবার নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনী দায়িত্বে থাকবে।
চলতি বছর নাটোর জেলায় ৩৫০ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী মঙ্গলবার দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।