× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:৩৮ পিএম

দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

দুর্গাপূজাকে সামনে রেখে গুজব রোধে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্যের সঙ্গে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার মতবিনিময় সভা করেছেন। 

সোমবার (৭ অক্টেবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকার গুজব ছড়াতে না পারে, সে জন্য আপনারা (সাংবাদিক) আমাকে সহযোগিতা করবেন। আপনারা ফেইসবুকে এক্টিভ থাকবেন। কোথাও কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমাকে অবগত করবেন।

তিনি আরও বলেন, এই বুড়িচংয়ে বিগত দিনে সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার উদযাপন করেছেন। আমি চাই এ বছরেও তারা যেন সুষ্ঠুভাবে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসবটি পালন করতে পারে। এ জন্য বুড়িচংয়ের সবাই যেন আমাকে সহযোগিতা করে।

এ সময় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক দুর্গাপূজার নিরাপত্তাবিষয়ক উপ-কমিটি গঠন করেন।

সভায় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, ফয়েজ আহমেদ প্রমুখ।

সভায় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা ও গুজব রোধে সব সদস্যরা কাজ করার আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা