× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আমরণ অনশনের ঘোষণা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:২৩ পিএম

পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেন গোয়ালন্দবাসী। প্রবা ফটো

পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেন গোয়ালন্দবাসী। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। কর্মসূচীতে নদী ভাঙন রোধে দ্রত ব্যবস্থা গ্রহণ না করলে আমরণ অনশনে বসার ঘোষণাও দেন তারা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার কাওয়ালজানি এলাকায় নদীর পাড়ে কয়েক শত নারী-পুরুষ ও শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, নদী ভাঙনের ফলে ধোপা গাথি, বিশ্বনাথপুর, বাঘাবাড়ি, রাখালগাছি গ্রামসহ বিস্তীর্ণ এলাকা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন এবং গৃহহীন হয়ে পড়েছেন। দীর্ঘ সময় সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের মহাপ্রকল্প নেওয়ার কথা থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি। ভোটের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ এলেও পরে আমাদের কোনো খোঁজ খবর রাখেনি। আমরা প্রায় অধিকাংশ পরিবারই ৪-৫ বার ভাঙনের শিকার হয়ে আজ অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছি। এবার নদী শাসনের ব্যবস্থা না নিলে আমরা আমরণ অনশনে বসব। দ্রুত স্থায়ী নদী শাসনের কাজসহ এই এলাকা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনসহ অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তৃতা করেন- স্থানীয় আবুল ডাক্তার, জামাল মুন্সি, জাহিদ সরদার, মাজেদ সরদার ও রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা