× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারে বাধা দেওয়ায় কলেজ ছাত্রের পা কেটে নেওয়ার অভিযোগ

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:১৬ পিএম

মাদক কারবারে বাধা দেওয়ায় কলেজ ছাত্রের পা কেটে নেওয়ার অভিযোগ

মাদক কারবারে বাধা দেওয়ায় কলেজ শিক্ষার্থী মো. ইমন মিয়ার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (৭ অক্টোবর) আশুলিয়া প্রেস ক্লাবের হল রুমে ভুক্তভোগীর পরিবার এই সংবাদ সম্মেলন করেন।

অভিযুক্ত হামলাকারী গাজীপুরের শৈলডুবি গ্রামের কাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ছামাদ মাদবরের ছেলে মো. খাইরুল ইসলাম শান্ত। সে স্থানীয়ভাবে মাদক কারবার নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইমন মিয়া বলেন, আমি আশুলিয়ার গাজীরচট স্কুল ও কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শৈলডুবি এলাকায় থেকে লেখাপড়া করি। এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে। তাই বন্ধুরা মিলে মাদক কারবারে বিরুদ্ধে দাঁড়িয়ে সচেতনতা গড়ে তোলার কাজ করছি। এতে ক্ষুব্ধ হয়ে শৈলডুবি এলাকার আব্দুল সামাদ মাদবরের ছেলে খাইরুল ইসলাম শান্ত দেখে নেওয়ার হুমকি দেন আমাকে।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল আমাকে কল করে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে আনে নাদিম ও মোস্তফা। তাদের কথামতো মোটরসাইকেল নিয়ে বাসার বাইরে বের হলে সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর থানাধীন শৈলডুবির চুল ফ্যাক্টরির উত্তর পাশে অতর্কিত হামলা চালায়। এসময় অভিযুক্তরা কুপিয়ে আমার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেয়।

ইমনের বাবা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীরা আমার ছেলের পায়ের নিচের অংশ কেটে ফেলেছে। এখন সে কৃত্রিম পা নিয়ে চলাফেরা করে। তার জীবনটা তো শুরু হতেই শেষ হয়ে গেল। ঘটনার বিচারের জন্য থানায় যাই। কিন্ত আমি তাদের কথার প্রতিবাদ করলে তারা আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। অভিযুক্তরা যে কোনো সময় আমার ও আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমার ছেলের ওপর নির্মম হামলার জন্য দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা