লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৮:১৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২১:৪৮ পিএম
ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।
সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু, বেগম তাপসী তাবাস্সুম উর্মি (পরিচিতি নং-১৯২৮৬), সাবেক সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিরুদ্ধে গত ৬ অক্টোবর নিজ ফেইসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে; এবং যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন; সেহেতু, উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী বেগম তাপসী তাবাসুম উর্মি, সাবেক সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়-কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।’
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এর আগে রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন জারি করে উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসডি করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে বাজার তদারকিসহ জেলা প্রশাসনের বিভিন্ন সভা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে ২৭ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে, আমরা ‘রিসেট বাটন’ পুশ করেছি; এভ্রিথিং ইজ গন; অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে।’
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
দুই দিন ধরে ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে তার দেওয়া পোস্টের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।
স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘পোস্টটি ডিলেট হয়নি, ওনলি মি করেছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি কী বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখব আমার দেশের ওপর থ্রেট চলে আসতেছে, আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলার সেই বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে। আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তি আসুক। আমার যাদের মনে হয়েছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আমি তাদের সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি।’