ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৮:২৪ পিএম
ভালুকায় আগুন লেগে চারটি দোকান পুড়ে যায়। প্রবা ফটো
ময়মনসিংহের ভালুকায় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (৬ অক্টোবর) মধ্যরাতে উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দোকানের মালিকরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়লে দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।