ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৪:৫৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৬:২৪ পিএম
আগ্নেয়াস্ত্রসহ আটক দুই ব্যক্তি। প্রবা ফটো
ভোলায় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা বারুদ ও দেশীয় অস্ত্রসহ মো. কামাল ও মোসলেহ উদ্দিন নামে দুজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা বারুদ ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৭ অক্টোবর) সকালে ভোলার কোস্ট গার্ড দক্ষিণ জোনের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির।
তানভির বলেন, বেশকিছু দিন ধরে ভোলা সদর উপজেলার তুলাতুলি ও ইলিশা এলাকায় মেঘনা নদীতে কামালের নেতৃত্বে ডাকাতরা এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা কোস্ট গার্ডকে জানিয়ে সহযোগিতা চান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত পৃথক পৃথকভাবে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের রাঢ়ী বাড়ি থেকে মো. কামাল ও ইলিশা বাজারসংলগ্ন এলাকা থেকে মো. মোসলেহ উদ্দিনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।