কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৪:০২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৪:০২ পিএম
নিহত মোহাম্মদ আসমাইন। ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুল ছাত্রের নাম মোহাম্মদ আসমাইন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে। তিনি মোহাম্মদ আসমাইন কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল ৯ টার দিকে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইন সহ ৬ বন্ধু মিলে সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। এসময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন। এতে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন ভেসে যায়। পরবর্তীতে সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’