কক্সবাজার অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৩:১৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৪:৩৬ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ মোহাম্মদ আসমাইন (১৩) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার করিমুল হকের ছেলে ও কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজের স্বজনদের বরাতে মাসুদুল ইসলাম বলেন, সোমবার সকালে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ছয় বন্ধু গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন। এতে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও অন্য একজন ভেসে যায়। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সুপার বলেন, ‘নিখোঁজ ছাত্রের সন্ধানে বিভিন্ন পয়েন্টে বিচ ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।’