মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১১:২১ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১১:৩৪ এএম
মাগুরা টেক্সটাইল মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। প্রবা ফটো
মাগুরা টেক্সটাইল মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল (ওসি) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনার শিকার এক নারীর মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সকাল ৭টায় পুলিশ খবর পেয়ে অজ্ঞাত নারীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে এখনও ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিম আরও জানায়, রাস্তার ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকায় যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বিকৃত হয় মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পরিচয় নিশ্চিত হতে বেশ বেগ পেতে হচ্ছে।
ওসি মেহেদী রাসেল বলেন, মাগুরা-যশোর রোড এলাকায় টেক্সটাইল মিল গেটের সামনে এক অজ্ঞাত নারীর মরদহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের ওপর দিয়ে গাড়ি চলাচল করায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় খুঁজে পেতে কাজ চলছে।