খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ২১:৫৬ পিএম
খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল। রবিবার (৬ অক্টোবর) শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, শান্তিনগর শ্রীশ্রী গীতা আশ্রম, আনন্দনগর শ্রীশ্রী ভূবদেশ্বরী কালীমন্দির, পৌরবাজার শ্রীশ্রী জগন্নাথ মন্দির, শ্রীশ্রী অখণ্ড মণ্ডলী মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি গত ১ অক্টোবরের সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দুর্গাপূজায় সার্বক্ষণিক দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা
বাহিনীও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন বলে আশ্বস্ত করেন।
সম্প্রীতি সমাবেশ : রবিবার নৈরাজ্য, জাতিগত সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, গণমাধ্যমকর্মী শাহরিয়ার ইউনুছ, শিক্ষাবিদ শালী তালুকদার, শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানসহ পাহাড়ি-বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
বক্তারা সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থান্বেষী মহল যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানান। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দ। সেইসঙ্গে সাম্প্রতিক সহিংসতায় হত্যা, লুটপাট, ধর্মীয় উপসনালয় ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, জাতিগত সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।