বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২১:১৮ পিএম
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলায় পথসভায় বক্তব্য দেন। ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় দেশের মানুষ স্বৈরাচার শাসনের মধ্যে ছিলেন। শেখ হাসিনা তার ফ্যাসিবাদ পুলিশ বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নারকীয় হামলা চালিয়ে ছিল। সেই সময় দেশের আপামর মানুষ এগিয়ে না আসলে আজকের এই দিনটি আমাদের দেখা হতো না। ছাত্র-জনতার আন্দোলনে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের জায়গা হবে না।
রবিবার (৬ অক্টোবর) বিয়ানীবাজারের বারইগ্রামে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রবিবার বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করে। সকাল ১১টায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাতে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাক্ষাৎ শেষে রিজভী সিলেট হয়ে ফেরার পথে পথ সভা এবং বিয়ানীবাজারের বিএনপি নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। দুপুর ২টার দিকে তাকে স্বাগত জানান বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, সাইফুর রহমান, আব্দুল কুদ্দুছ, কামাল হোসেন, এনাম উদ্দিন, গুলজার আহমদ রাহেল, হোসেন আহমদ দোলন, জালাল উদ্দিন প্রমুখ।
বৈষম্যবিরোধী আন্দোলনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ১১ জন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ‘শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। গণখুনি ও তাদের সব দোসরদের বিচার দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।
গত ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি ক্রান্তিকালের অবসান ঘটেছিল জানিয়ে তিনি বলেন, ‘দেশে সুশাসন ফিরিয়ে আনতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এ দেশে সুশাসন ফিরে আসবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির পক্ষ থেকে সংস্কারের জন্য যথেষ্ট সময় দেওয়া হবে।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। বর্তমান সরকার সেই পরিবেশ সুন্দর ও দক্ষ হাতে তৈরি করবেন বলে দেশের মানুষ বিশ্বাস করে।’
এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে চুড়ান্ত লড়াইয়ে সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশী প্রাণ দিয়েছেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ। শহীদের এই রক্ত কিছুতেই বৃথা যেতে দেওয়া হবে না। দীর্ঘ দিন থেকে এই এলাকার মানুষ উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছেন। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই বঞ্চনা আর থাকবে না ইনশাআল্লাহ।’