মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ক্যালিওগ্রাফি ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল হাসান তুষার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৪ অক্টোবর) হোসেনপুর পৌর এলাকার হাসপাতাল মোড়ে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ক্যালিগ্রাফি ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাকিবুল হাসান তুষারকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন।