× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ দিনের জন্য পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৮:২৩ পিএম

বান্দরবান পার্বত্য জেলায় অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র রোয়াংছড়ি উপজেলায়  দেবতাকুম, দুবছর ধরে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। ছবি : সুফল চাকমা

বান্দরবান পার্বত্য জেলায় অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র রোয়াংছড়ি উপজেলায় দেবতাকুম, দুবছর ধরে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। ছবি : সুফল চাকমা

তিন পার্বত্য জেলায় আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রবিবার (৬ অক্টোবর) বিকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন সাংবাদিকেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান জেলা ছাড়াও রাঙ্গামাটি ও খাগড়াছড়ি একই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনা অনুযায়ী, আপাতত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য এই তিন জেলায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিন পার্বত্য জেলার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি হয়েছে। তাছাড়া সাজেক ভ্যালিতেও অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

এর আগে সহিংসতার কারণে বান্দরবানে পর্যটক ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটন ভ্রমণ অব্যাহত ছিল।

গত ৩ অক্টোবর থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের অনির্দিষ্টকালের জন্য না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসের দিকে জেলার দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয়। পরে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা  প্রত্যাহার করা হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও চলতি বছর ৩ ও ৪ এপ্রিল রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সংগঠন কেএনএফ। তারপর ৬ এপ্রিল থেকে  সন্ত্রাস দমনে নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করে।  চলমান অভিযানে সেনাবাহীনির কর্মকর্তাসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। 

এ ছাড়া প্রায় দুই বছরের বেশি সময় ধরে পর্যটকদের  নিরাপত্তাজনিত কারণে জেলার রোয়াংছড়ি -রুমা ও থানচি  তিন উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ থাকায় বান্দরবান ভ্রমণপ্রত্যাশীরা বান্দরবান ভ্রমণে বিমুখ হয়ে পড়েছেন। ফলে আশানুরূপ পর্যটক না পাওয়ায় জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তার মধ্যে আবারও অনিবার্য কারণ দেখিয়ে পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বান্দরবান-জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা