গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৬:১৭ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাটগাতী বাজার সোনালী ব্যাংকের তিনতলা ভবন থেকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম এবং পাটগাতী বাজারের ব্যবসায়ী ও পার্শ্ববর্তী উপজেলা চিতলমারীর বাসিন্দা টিকটকার শেখ লিমন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রাতে টুঙ্গিপাড়া থেকে বিএম তৌফিক ইসলাম এবং শেখ লিমনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএম তৌফিক ইসলাকে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় আর শেখ লিমনকে বাগেরহাটের চিতলমারী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএম তৌফিক ইসলামকে আদালতের মাধ্যমে এবং শেখ লিমনকে চিতলমারী থানায় কাছে হস্তান্তর করা হবে।