× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয়বারের মত সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানের জামিন নাকচ

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:১৩ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৪১ পিএম

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ছবি: সংগৃহীত

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ছবি: সংগৃহীত

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন তৃতীয়বারের মত নাকচ করেছেন আদালত। রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক তার জামিন নাকচ করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বয়স ও অসুস্থতা বিবেচনায় এম এ মান্নানের জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে বলেন, মান্নান মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে শনিবার বিকালে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ রবিবার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা। তিনি একা চলাচল করতে পারছেন না। এজন্য তাকে মানবিক বিবেচনায় জামিন দেওয়া প্রয়োজন। এছাড়া এই মামলার চার্জশিট প্রদানের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

বাদীপক্ষের আইনজীবীরা জানান, মান্নান পতিত স্বৈরাচারী সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বাড়িতে থেকে তিনি ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে অপকর্ম করে দোষী, তিনিও সেভাবে দায়ী। এজন্য তার শাস্তি হওয়া প্রয়োজন।

মান্নানের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, শুনানিতে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন নাকচ করেছেন।

এম এ মান্নানকে ১৯ সপ্টেম্বের রাতে শান্তিগঞ্জ উপজলোর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা