প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২২:৪৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২৩:০১ পিএম
দেশের চার জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল চক্রের একজনসহ ২০ জনকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার রাত থেকে শনিবার (৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন সময় তাদের আটক করা হয়। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর-
লালমনিরহাট ও নীলফামারী : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্তে ও নীলফামারী জেলার ডিমলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল চক্রের একজনসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন। তিনি জানান, আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাচার রোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে আটকরা হলেনÑ দালাল চক্রের বেলাল, মানিক ঘোষ, মানিক ঘোষের স্ত্রী পূজা সাহা, মেয়ে নমরোতা ঘোষ ও পূজিতা ঘোষ, অনিকা ঘোষ। অন্যদিকে ডিমলা সীমান্তে আটকরা হলেন- খনিজ চন্দ্র, তপন রায়, ছন্দ রায় ও রঞ্জিত রায়।
মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জের শাল্লার মেঘনাপাড়া গ্রামের অমল চন্দ্র দাস, গীতা রানী দাস, সোনাকান্ত দাস, ছায়া দাস ও সতী দাস।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্ত এলাকার স্থানীয় কয়েকজন দালালের মাধ্যমে তারা জনপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে ভারতে যাচ্ছিল। মাধবপুর থানার ওসি আব্দুল আল মামুন জানান, এ ঘটনায় ৩ দালালসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
যশোর (শার্শা) : যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে সীমান্তের পাঁচভূলট এলাকার একটি মাঠে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ১৪ বছরের এক কিশোরী, মঞ্জুশ্রী জোয়ারদার, অর্পিতা শিকদার ও অপু দাস।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।