বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২২:৩৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২২:৩৯ পিএম
কুমিল্লার বুড়িচংয়ে মো. ইয়াসিন নামে এক স্কুলছাত্রের নিখোঁজের ছয় দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) উপজেলার নিমসা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মো. ইয়াসিন সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের চা-দোকানদার আক্কাস মিয়ার ছেলে। সে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ণমতি গ্রামের আক্কাস মিয়ার ৯ বছরের ছেলে ইয়াসিন গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বাজার থেকে নিখোঁজ হয়। তাকে বহু খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পরের দিন থানায় জিডি করা হয়। পরে গতকাল শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসার পরিহলপাড়ার ব্যবসায়ী শাহীনের পুকুরে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দেবপুর ফাঁড়ির এসআই শামীম আহমেদ জানান, ধারণা করা হয়েছে ৩-৪ দিন আগে ছেলেটিকে হত্যা করে পানিতে ফেলা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।