কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২১:২৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২১:৪১ পিএম
বিস্ফোরণের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো
ঢাকার কেরানীগঞ্জে একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বিরিয়ানির দোকানটিতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এসময় আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি করতে থাকে।
ফায়ার স্টেশন মাস্টার কাজল বলেন, সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নেভানো হয়েছে।