× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ীর অভিযোগ

জমি না পেয়ে ঘের কেটে মাছ বের করে দেন বিদ্যুৎ কর্মকর্তা

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২০:০১ পিএম

জমি না পেয়ে ঘের কেটে মাছ বের করে দেন বিদ্যুৎ কর্মকর্তা

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের এক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে জমি কিনতে ব্যর্থ হয়ে লোক দিয়ে দ্বিতীয় বারের মতো ঘেরের বাঁধ কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন পাবনার সদর উপজেলার এক ব্যবসায়ী। অভিযুক্ত সানাউল্লাহ খাঁ সদর উপজেলার আতাল্লাপুর এলাকার সিফাজ খাঁর ছেলে এবং চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।

অভিযুক্ত গত বছরও একই কাজ করেছেন বলে দাবি অভিযোগকারীর। তিনি বলেন, এ ঘটনায় কোর্টে একটি মামলা চলচমান।

অভিযোগকারী মনিরুল ইসলাম পরের বারের ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন, ‘গত ২৮ বছর ধরে এলাকায় আমার বাবার কেনা আড়াই একর জমিতে খামার করে মাছ চাষ করে আসছি। কিন্তু সানাউল্লাহ খাঁ সরকারি কর্মকর্তার সুবাদে প্রচুর অর্থসম্পদ অর্জন করেন এবং আমাদের জমি কেনার জন্য প্রস্তাব করেন। তাতে আমরা রাজি হয়নি। এ জন্য গত বছর জমি দখল করতে আমাদের মাছে ঘের কেটে ক্ষতিগ্রস্ত করে। এ বিষয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার ভারাটে সন্ত্রাসী বাহিনী দিয়ে আবারও আমাদের মাছের ঘের কেটে মাছ বের করে দিয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’

মনিরুল ইসলাম অভিযোগ করেন, এ ঘটনার লিখিত অভিযোগ দেওয়ার ৭ দিনেও কোনো প্রতিকার পাননি তিনি।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সানাউল্লাহ খাঁ। বলেন, ‘এটা একটা রতনাই নদী। গ্রামের সব মানুষজন ভেকু দিয়ে কাটছে। বিষয়টি নিয়ে আশপাশের গ্রামের মানুষগুলো ভাল বলতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমি যেহেতু সরকারি চাকরি করি এ জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করলে তার (মনিরুল ইসলাম) একটু সুবিধা হয়, এই জন্য করেছে। এর আগে এ বিষয়ে পুলিশ নাকচ করলে তারা আমার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে; আমি কোর্টে জবাব দিব।’

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আসনে বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা