নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৯:৪৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৯:৫৩ পিএম
আটক বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া। প্রবা ফটো
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যসহ সেনাবাহিনীর কাছে
আটক হওয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে
দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত
করেন।
তিনি বলেন, গত শুক্রবার বিকালে দলীয়ে কার্যালয়ে দলের জরুরি এক সভায়
দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য উপজেলার পাইকুড়া ইউনিয়ন
বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্থলে
সিনিয়র সহসভাপতি আব্দুল সালামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার স্থানীয় কেন্দুয়া থানা পুলিশ বাদী হয়ে টিসিবির
পণ্য প্রতারণা করে কৌশলে নিয়ে গিয়ে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ রাখার অভিযোগে
আটক আবুল হাসেম ভূঁইয়ার নামোল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করে। পরে আটক
আবুল হাসেমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার নেত্রকোণা আদালতে সোপর্দ করে পুলিশ।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করতে উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, ঘটনাটি তদন্তে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক, খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।