× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সবাই আসে ছবি তুলতে, ত্রাণের কোনো খবর নাই’

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৯:০৯ পিএম

‘সবাই আসে ছবি তুলতে, ত্রাণের কোনো খবর নাই’

‘রাতে আমরা খাবার নিয়ে খাইতে বসছি, হঠাৎ শুনি নদীর পাড় ভেঙে গেছে। তখন ভাত তইয়্যা তাড়াতাড়ি মাটি দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি কিন্তু সম্ভব হয়নি। তাড়াতাড়ি ছেলের বউ এবং নাতি নিয়ে রাস্তায় উঠে প্রাণ রক্ষা করছি। রাতেই মসজিদে আশ্রয় নিয়েছে। সকাল থেকে আমাদের কোনো খাওয়া-দাওয়া নাই, কেউ কোনো সাহায্য সহযোগিতা করেনি। শুধু আসে ছবি তুলতে। আমরা দ্রুত ত্রাণ সহযোগিতা চাই।’ এভাবেই কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা আবুল কাসেমের স্ত্রী মনোয়ারা খাতুন।

আবুল কাসেম নেতাই নদীর পাড়ে স্ত্রী-সন্তান নিয়ে আট সদস্যের পরিবার নিয়ে বাস করছে। ১৭ বছর প্রবাস থেকে ৬ মাস আগে বাড়িতে এসেছেন তিনি। শ্রমে-ঘামে সঞ্চিত অর্থে নির্মিত বাড়িটি গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে নেতাই নদীর পাড় ভেঙে মূহুর্তেই বানের জলে ভেসে গেছে। বাড়িঘর ভেসে গেলে তিনি পরিবার নিয়ে আশ্রয় নেন কলসিন্দুর ঘাটপার জামে মসজিদে। তার মতো আরও পাঁচটি পরিবার মসজিদে আশ্রয় নিয়েছেন। তারা হলেন, আব্দুল মোতালেব, আব্দুল মন্নাছ, মাজহারুল ইসলাম, হাবিব,কাবিল এবং মঞ্জুরুল ইসলামের পরিবার।

আবুল কাসেম বলেন, ‘শুক্রবার রাতে বাড়ির পাশে নেতাই নদীর পাড় ভেঙে আমার বাড়ি পানিতে ভেসে যায়। ১৭ বছর বিদেশ থেকে যে টাকা কামাই করছি সবই গেল। ধান চাল সবকিছুই পানি নিয়ে গেছে। এহন আমরা মসজিদে আশ্রয় নিয়েছি। আমাদের সঙ্গে আরও ৫টি পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, ‘আমাদের ত্রাণ কার্যক্রমের প্রক্রিয়া চলছে। আগামীকাল রবিবার বিতরণ করতে পারব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা