× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৬:৫১ পিএম

খাগড়াছড়িতে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

খাগড়াছড়িতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। শনিবার (৫অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

এ সময় সাম্প্রতিক সময়ে সহিংসতায় দোকানপাট ভাঙচুর,ব্যবসায় প্রতিষ্ঠানে হামলাসহ নির্বিচারে হত্যাসহ বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। বিচারবহির্ভূত হত্যা, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলে শান্তি-সম্প্রীতি-সহাবস্থান বজায় রাখার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ছাড়াও পলিথিন শপিং ব্যাগ ব্যবহারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সকলকে অবহিত করা হয় এবং আগামী ১ নভেম্বর হতে অভিযান পরিচালনা করা হবে বলে উল্লেখ করা হয়।

শারদীয় দুর্গা পূজা-২৪ সুষ্ঠুভাবে উদযাপন; বাজার ব্যবসায়ীদের গুজবে কান না দিয়ে ব্যবসা পরিচালনা এবং আগামীতে নদী দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে উল্লেখ করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্রিগেডের জিএস-২ মেজর জাবির সোবহান মিয়াদ, জেলা এন এস আই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত)  এ জেড এম নাহিদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মো. আবুল হোসেন, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা,মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংনু মারমা, খাগড়াছড়ি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস উজ-জামান, সমাজসেবক ম্রাসাথোয়াই মারমা, ধীমান খীসা, সুসময় খীসা, ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেন, ছাত্র প্রতিনিধি মো. রফিক হোসেন, জামিন হোসেন, জাহিদ হাসানসহ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা