সাভার প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৪:০৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৪:০৫ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মামলায় নাম রয়েছে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদকের নাম। এনিয়ে ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গফুর মিয়া।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে আশুলিয়ার ভাদাইলে মোহাম্মদ গফুর মিয়ার নিজ বাসভবনে থানা বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় নিহত ও আহত ব্যক্তির পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন মামলায় তাদের নাম দেওয়ার চেষ্টা চলছে। শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে থানা এবং বিচারিক আদালতে মামলা করা হয়েছে।
আরও বলা হয়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় তার নামে আরও ৫টি মামলা করা হয়। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে ১৬ বছরে ৩৬টি মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ গফুর মিয়া বলেন, এই সব স্বার্থন্বেষী মামলায় যদি কেউ ষড়যন্ত্র মূলকভাবে নাম দেয় বা হয়রানির শিকার হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের বলেছেন এ বিষয়ে তারা ক্ষতিয়ে দেখবেন।