× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ফের তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১১:১৬ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১১:২৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের পাঁচ দিন পার না হতেই বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন আরেকটি তেলবাহী জাহাজ এমটি বাংলার সৌরভে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় মধ্যসাগরে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বহির্নোঙর থেকে তেল নিয়ে আসার সময় রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে অগ্নিকাণ্ড ঘটে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজটিতে ৪৮ জন নাবিক ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে আহতাবস্থা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাবিকদের কেউ দগ্ধ হননি জানিয়ে তিনি আরও বলেন, আগুনে কোনো নাবিক দগ্ধ হননি। জাহাজে আগুন লাগার কারণে অনেকে প্যানিকড হয়ে অসুস্থ হয়ে যান। উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে বয়স্ক একজন নাবিককে মৃত ঘোষণা করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে এখনও নিশ্চিত হয়ে জানা যায়নি। তবে তিনি আগুনে দগ্ধ হননি।

এর আগে ৩০ সেপ্টেম্বর বিএসসির মালিকানাধীন বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই জাহাজে থাকা এক ক্যাডেটসহ তিনজন দগ্ধ হয়ে মারা যান। তার পাঁচ দিনের মাথায় আজ বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ড ঘটল।

একটি জাহাজের সর্বোচ্চ আয়ুষ্কাল ২৫ বছর হলেও ১৯৮৭ সালে ডেনমার্কে নির্মিত বিএসসির জাহাজ দুটি ৩৭ বছর পুরোনো। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক রুটে চলাচল নিষিদ্ধ হওয়ার পর নৌবাণিজ্য দপ্তরের স্পেশাল অনুমতি নিয়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ মাদার ভেসেল থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোয় নিয়ে আসার কাজে নিয়োজিত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা