চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২৩:৩১ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২৩:৩৩ পিএম
চুয়াডাঙ্গা দর্শনা প্রেসক্লাবের উদ্যোগ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধ ইকরামুল হক পিপুল।
এ সময় দর্শনা, দামুড়হুদা, ও জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, ‘আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আল্টিমেটাম দেন সাংবাদিকরা।’