টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২৩:২৫ পিএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মজনু মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সখীপুর-ঢাকা সড়কের উপজেলার গ্যাসফিল্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
মজনু মিয়া উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামের তোফান আলীর ছেলে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল লতিফ স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রাক পথচারী মজনু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।