× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে বাসচাপায় যুবকের মৃত্যু, তিন বাসে আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২৩:২১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২৩:৩৮ পিএম

ঘটনার জের ধরে তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। প্রবা ফটো

ঘটনার জের ধরে তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। প্রবা ফটো

গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস ওই যুবককে ধাক্কা দেয়। বৃষ্টির কারণে বাসও ব্রেক করতে পারেনি ফলে মাথায় আঘাত পায়। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এরপর উত্তেজিত জনতা তিনটি বাসে আগুন ধরিয়ে দেন। 

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য মনির হোসেন জানান, মহাসড়কের ভোগড়া এলাকায় শতাধিক উত্তেজিত জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। 

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আরিফ হোসেন বলেন, ‘তিনটি বাসে আগুন দিয়েছে। একটি সম্পূর্ণ পুড়ে গেছে বাকি দুটি এখনও জ্বলছে। যানযটের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে এখনও পৌঁছতে পারেননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শুনেছি কলম্বিয়া এলাকায় একজন যুবক বাসের ধাক্কায় মারা গেছে। বিক্ষুব্ধ জনতা পরে তিনটি বাসে আগুন দিয়েছে। তবে নিহতের নামপরিচয় বিস্তারিত পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা